কদিন আগে আমার নাতি দেশে এসেছিল । আবার চলেও গেছে । সময় ভালো কেটেছে যদিও ব্যস্ততা ছিল সাথে রোজা । অল্প কয়েকটা দিন হাতের ফাঁক গলে বেরিয়ে গেছে খুব সহজেই । নুবাইদ এখন কৈশোর কাল অতিক্রম করছে । আমরা জানি এই সময়টা ছেলেমেয়ে উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ । এবং এই সময়ের পারিবারিক শিক্ষা জরুরী । সঠিক শিক্ষা নাহলে পরবর্তীকালে এই ছেলেমেয়েরা ভালো সমাজের উপযুক্ত হয়ে গড়ে ওঠে না । আমাদের চারপাশে তাকালে তার প্রভাব সহজেই চোখে পড়ে । এরাই সমাজে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে । এরাই মানুষকে প্রতারণা করে ,,মিথ্যাচার করে ,,খারাপ কাজের সাথে যুক্ত হয় এবং সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে । কিভাবে অন্যকে ঠকানো যায় সেটাই তাদের প্রধান কাজ হয় । নানারকম অপরাধের সাথে জড়িত হয় এই বিশেষ বয়সে সুন্দর পরিবেশে ,ভালো মানুষের সাহচর্যে এবং ভালো শিক্ষায় বেড়ে না উঠলে ।
আমি খুব ভালো করে নাতিকে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি । আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা তার বড় হয়ে ওঠার কোন চেষ্টা নাই যা এই বয়সের ছেলেমেয়েরা করে থাকে আচার আচরণে।
কোন জিনিসের প্রতি লোভ নেই । তাকে একটা মানিব্যাগ দিলাম নিলনা । বল্ল, আমার আছে , লাগবে না । নিল না । যদিও তার ব্যাগটা পুরনো হয়েছে । এরকম অনেক কিছুতেই তার আগ্রহ নাই।
আমার তখন মনে হয়েছে সেতো ভালো পরিবারে উন্নত মানসিকতা নিয়ে বড় হচ্ছে । ভালো লাগলো । তাকে একটা ক্যামেরা কিনে দিলাম তার জন্মদিনের উপহার । সেটাতেও তার আপত্তি। আমাকে বলে আমি কেন পয়সা খরচ করছি । সে নিজে কিনবে । আস্বস্ত হলাম অন্যের কাছ থেকে নেয়ার জন্য লোভী হবেনা । তার নানার পুরনো মোবাইল ,পুরনো ল্যাপটপ নিয়ে গেল । সেটাই নাকি চলবে । ওই যে বলেনা বংশ মর্যাদা একটা আলাদা জিনিস ।
শেষ করবো মজার কথা দিয়ে । আমি তাকে সালামি দিলাম এক হাজার টাকার একটা নোট । সে আমার কাছে জানতে চাইলো ,এটার দাম কত ??? সত্যিইতো কত দাম ? ভালো মানুষ হওয়ার কাছে টাকার কত দাম??
Comments