top of page
Writer's pictureফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin

দিনের কড়চা ।

দিনের কড়চা --------

খুব ভোরে আজ বাসা থেকে বেরিয়েছি । রাস্তায় যানজট তেমন নেই । আকাশে ছাই রঙা মেঘেদের ওড়াউড়ি দেখতে দেখতে চলে এলাম লালমাটিয়া । ভোর তখন জাগতে শুরু করেছে । জাগছে এই শহরও । খুব মন ভালো করা সকাল। আরো কিছুটা ড্রাইভ করতে পারলে ভালো লাগতো । এই শহরে এখন গাড়িকে হাঁটিয়ে নিতে হয় ।

আড়ং এর পেছনের মাঠের পাশে চলে এলাম । এখানে চমৎকার নাম দেয়া সরকারের একসময়ের সচিবগন থাকেন । মাঠের রাস্তার পাশে কিছুক্ষণের বাজার দেখে ভালো লাগলো তাজা মাছ লাফাচ্ছে । শাক সবজি , মুরগী , ফল কি নাই সেখানে! এখানকার বাসিন্দারা ঘরে বসেই বাজার করতে পারেন । আমার গন্তব্য রৌদ্র ছায়া । সেখানে এসে গাড় পার্ক করছি রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ সারছেন এখানের পুরুষ ও মহিলারা । পাশ দিয়ে দুজন নারী চলে যেতে যেতে আমায় এক ঝলক দেখে নিলেন । হয়তো ভাবছেন এতো ভোরে কেউ কারো বাসায় আসে ।

সে যাইহোক কর্তা গিন্নীর ঘুম ভাঙিয়ে দিলাম । সকালের আয়েশী ঘুম বাধ সাধলাম ।

গল্পগুজব করে নাস্তা খেয়ে যখন বেরুলাম তখন ঘড়ির কাঁটা ৯ এর ঘর ছাড়িয়েছে । মানিক মিয়া এভিনিউ পার হয়ে খামার বাড়ির পাশ দিয়ে এয়ারপোর্ট রোডে উঠলাম তখন গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে । সামনে এগুতেই দেখি আমার গাড়ির পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস । বাম দিকে চোখ পড়তেই দেখি একটি নারী চালক । প্রফেশনাল ড্রাইভার । গাড়িটি ভালো করে দেখতে যেয়ে দেখি ,বানিজ্য মন্ত্রণালয়ের গাড়ি । আরোহীও একজন নারী ।

দুজনে পাশাপাশি চলে চলতে আগুপিছু হচ্ছে । চালক নারীটি আমার দিকে তাকিয়ে হাসলো । উত্তরে আমিও হাসি দিয়ে হাত নাড়লাম । খুব ভালো লাগলো । বয়স কত হবে ৩৫ এর এদিক ওদিক । সামনে ফাঁকা পেয়ে আমি টান দিলাম । গাড়িটি আমার পেছনে ।

নারী মানেই যে ভদ্র তার প্রমাণ দিলেন এই নারী চালক । ২২ বছরের বেশি সময় গাড়ি চালাচ্ছি ঢাকার রাস্তায় । বিচিত্র সব অভিজ্ঞতা আছে । তারমধ্যে সবচেয়ে যেটি বেশি সেটি হচ্ছে পাশের বা পেছনের কোন পুরুষ ড্রাইভার যখন দেখে সামনের গাড়িটি একজন নারী চালাচ্ছে তখন সে চেষ্টা করে আমার গাড়িটি অতিক্রম করতে । এমন হলে আমি নিজেই স্লো করে দিয়ে তাকে সামনে যেতে দিই আর নিজের মনে হাসি । পুরুষ ড্রাইভার অধিকাংশ ক্ষেত্রেই এটি হয় সে জানেও না সব নারীকে অতিক্রম করা যায়না ।

এটি শুধু ড্রাইভারের ক্ষেত্রে নয় অধিকাংশ পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য । এমনকি নর্দমার কীট যে পুরুষ সে শুধু দেখতে পুরুষের মতো আদতে পুরুষ নয় সে বা তারা নারীকে অপমান করে আনন্দ পায় । তারা জানেনা যে তারা পুরুষ নয় । তারা ক্লীব । সমাজের কীট ।

আজ এই নারী চালকের হাসি দেখে মনে হলো আবারও নারী মানেই সুন্দর ,নারী মানেই সভ্য । নারীই শৃঙ্খলার প্রতীক ।


৮ , ৭ , ২০২৪

0 views

Recent Posts

See All

নাক কেটে যাত্রা ভঙ্গ ---

বাংলাদেশের সরকারের উচিত হিন্দু অধ্যুষিত এলাকায় যেয়ে ডকুমেন্টারি তৈরি করে প্রচার করা যাতে সবাই জানতে পারে কি ঘটছে ,বাংলাদেশের হিন্দুরা...

আসুন বাংলাদেশি হয়ে বাঁচি -----

হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের সংখ্যালঘু ভাবে কিন্তু মুসলিম প্রধান দেশের আদালত প্রাঙ্গণে মুসলিমকে জবাই করে। তারা জাতীয় পতাকার ওপরে ইসকনের...

নিজেকে বাংলাদেশি ভাবুন ----

হিন্দু ধর্মাবলম্বীরা যে পরিষদ গঠন করেছেন তাতে মুসলিমদের বাদ দিয়েছেন কেন? তার মানে মুসলিমদের নিজেদের মানুষ ভাবেননা। আপনারা যখন আক্রান্ত...

Comments


bottom of page