top of page
Writer's pictureফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin

নিজেকে বাংলাদেশি ভাবুন ----



হিন্দু ধর্মাবলম্বীরা যে পরিষদ গঠন করেছেন তাতে মুসলিমদের বাদ দিয়েছেন কেন? তার মানে মুসলিমদের নিজেদের মানুষ ভাবেননা। আপনারা যখন আক্রান্ত হয়েছেন তখন মুসলিমরা প্রতিবাদ করেছে। পতিত সরকারের সময় কোন কথা বলেননি। এখন ভারত ও পতিত সরকারের হয়ে উসকানি দিচ্ছেন অরাজকতার জন্য কেন? বাংলাদেশের অধিবাসী যে কাউকে রাষ্ট্র গ্রেফতার করতে পারে যেকোন সময়ে যে কোন পরিস্থিতে যে

কোন অভিযোগের ভিত্তিতে কিন্তু তা নিয়ে আন্দোলন কেন? রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন । তিনি যদি কো কিছুর সাথে যুক্ত না থাকেন তিনি নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবেন। ধর্মীয় গুরু হলেই তিনি সবকিছুর উর্ধে হবেন তা নয়।রংপুরে তার বক্তৃতা কিন্তু তা বলে না। মুসলিম অনেক ধর্মীয় ব্যক্তি গত সরকারের সময় নির্যাতনের শিকার হয়ছে। আপনারা তখন কিন্তু কিছু বলেননি। আওয়ামী লীগ যখন আপনাদের জমি দখল করেছে তখন আপনারা কেন কোন প্রতিবাদ করেননি। নেতারা কোথায় ছিলেন। ভারতের এবং পতিত সরকারের হয়ে এইসব করে সাধারণ হিন্দু ভাই বোনদের সমস্যা কেন তৈরি করছেন ? নিজেদের এদেশের নাগরিক ভাবুন। আপনাদের কেউ চলে যেতে বলেনি। আপনারা নিজেরাই ভারতে এদেশের সম্পদ নিয়ে যেয়ে ঘরবাড়ি করে চলে যান। কারণ আপনারা মনে করেন ভারত আপনার দেশ।

আপনারা একটু ভালো করে বুঝে দেখেন কেউ যেতে বলেনি আর যদি কেউ বলে থাকেন তার নাম প্রকাশ করে অভিযোগ করুন। পতিত সরকারের হয়ে অরাজকতা তৈরি করবেন না। সেটা ভালো ফল বয়ে আনবেনা। আপনারা ট্র‍্যাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে বলে ব্যবস্থা নিতে বলবেন। এগুলো আপনারই বলছেন। তার মানে এদেশকে নিজের দেশ ভাবেননা। দেশের ক্ষতি হলে আপনাদের কিছু যায় আসেনা। এই ভাবনা পোষণ করে কিভাবে আপনাদের বিশ্বাস করতে বলেন। আপনারা নিজেরাই এমন কিছু কর্মকান্ড করছেন কয়েকমাস ধরে তাতে আপনাদের প্রতি সন্দেহ বাড়ছে। দেশের ক্ষতি হলে আপনাদের ক্ষতি হবেনা? তাহলে কার স্বার্থে বাংলাদেশের ক্ষতি চাইছেন বলবেন কি?

আপনারা বাংলাদেশি। একজন পতিত সরকারের হয়ে বক্তব্য বা তার হয়ে অরাজকতা করতে পারেননা।

আসুন আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে দেশটাকে গড়ে তুলি

আপনাদের একজন অন্তত বলুন ভারত মিথ্যে প্রপাগাণ্ডা করছে। কেন বলেননা কেন?

কিন্তু যে মুসলিমরা ভারতে বসবাস করে তারা নিজেদের আগে ভারতীয় ভাবে পরে মুসলিম ভাবে। আপনারা তা ভাবেননা অধিকাংশ। ভারতে মুসলিমরা কি সমস্যার সম্মুখীন হয়না? ?

তারা ভারতীয় হয়ে প্রতিবাদ করে মুসলিম হয়ে নয়।

খুব অল্পসংখ্যক সুবিধাবাদী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বড় সংখ্যক হিন্দুদের বিপদে ফেলবেননা। আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয় হোক।


শুভ সকাল।

২৬ , ১১ ২০২৪

0 views

Recent Posts

See All

নাক কেটে যাত্রা ভঙ্গ ---

বাংলাদেশের সরকারের উচিত হিন্দু অধ্যুষিত এলাকায় যেয়ে ডকুমেন্টারি তৈরি করে প্রচার করা যাতে সবাই জানতে পারে কি ঘটছে ,বাংলাদেশের হিন্দুরা...

আসুন বাংলাদেশি হয়ে বাঁচি -----

হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের সংখ্যালঘু ভাবে কিন্তু মুসলিম প্রধান দেশের আদালত প্রাঙ্গণে মুসলিমকে জবাই করে। তারা জাতীয় পতাকার ওপরে ইসকনের...

মৃত্যু দুত ----

গতকাল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মারা গেছে। এই রিকশা ভয়াবহ। এই রিকশার জন্য রাস্তায় পায়ে...

Comentarios


bottom of page